ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।। ত্রিপুরার অর্শিয়াকে ফের হারতে হয়েছে। ওড়িশায় আয়োজিত জাতীয় অনূর্ধ্ব ১৭ গার্লস চেস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার অর্শিয়া আজ অষ্টম রাউন্ডে কর্নাটকের সরলক্ষী নায়ার-এর কাছে পরাজিত হয়েছে। ১১ রাউন্ডের খেলায় ৮ রাউন্ডের শেষে অর্শিয়া এ পর্যন্ত চার পয়েন্ট পেয়ে রেংকিংয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। প্রথম রাউন্ডে অর্শিয়া, ওড়িশার প্রত্যাশা জেনা-কে, তৃতীয় রাউন্ডে কর্নাটকের মনসা-কে, ষষ্ঠ রাউন্ডে আসামের সুস্মিতা ভৌমিক-কে এবং সপ্তম রাউন্ডে কেরালার আস্থা জয়-কে পরাজিত করেছে। আপাতত: অর্শিয়া ২৯ নম্বর রেঙ্কে রয়েছে। পরবর্তী রাউন্ডের খেলায় সাফল্য পাবে বলে আশা করা যাচ্ছে। এদিকে, ওড়িশার কিট ও কিস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনূর্ধ্ব ১৭ জাতীয় ওপেন দাবার আসরে ত্রিপুরার দিগন্ত রায় আজ ৮ম রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ড্র করেছে। এ পর্যন্ত ৮ রাউন্ডের শেষে দিগন্তও চার পয়েন্ট পেয়ে ২৯ তম রেঙ্কে উঠে এসেছে। প্রথম রাউন্ডে দিগন্ত তেলেঙ্গানার ক্যান্ডিডেট মাস্টার কার্তিক সাই-কে হারিয়ে, তৃতীয় রাউন্ডে মধ্যপ্রদেশের মিশ্র কামাত-কেও হারিয়েছিল। ৪র্থ রাউন্ডে ওড়িশার জগদীশ বারীকের সঙ্গে ড্র-এর পর ষষ্ঠ রাউন্ডে ফের জয়ী হয়েছিল বিহারের দিব্যাংশু কুমার সিং-কে হারিয়ে। করতে বাধ্য হয়েছে। একই টুর্নামেন্টে ত্রিপুরার অপর দাবারু অনাবিল গোস্বামীও আজ অষ্টম রাউন্ডে পরাজিত হয়েছে। ৮ রাউন্ডের শেষে অনাবিলও ৪ পয়েন্ট পেয়ে আপাতত ৩১ তম রেঙ্কে রয়েছে। প্রথম রাউন্ডে অনাবিল মহারাষ্ট্রের গৌরাঙ্গ ভাঘের কাছে হারলেও পরবর্তী দুই রাউন্ডে তামিলনাড়ুর বালসুব্রামানিয়াম ও গোকুল কৃষ্ণকে হারিয়ে বেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। ষষ্ঠ ও সপ্তম রাউন্ডে অনাবিল ফের পরপর দুটো জয় পেয়েছে ওড়িশার তন্ময় তালিন বেহেরা ও হরিয়ানার বিভানকে হারিয়ে। ৯ জুলাই পর্যন্ত পরপর তিনদিন আরও তিন রাউন্ডের খেলায় ত্রিপুরার দাবাড়ু-রা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
2022-07-06