ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।।
জয় অব্যাহত রাখলো জম্পুই প্লে সেন্টার। পরাজিত করলো ইউ বি নগরকে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (পিত্রা কামি ক্লাব)। বুধবার ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একক আধিপত্য দেখাতে থাকেন জম্পুই প্লে সেন্টারের ফুটবলাররা। দলকে আক্রমণে নেতৃত্ব দেন কউতাল জমাতিয়া। জম্পুই প্লে সেন্টার জয়লাভ করে ২-১ গোলে। বিজয়ী দলের পক্ষে দুটি গোলই করেন কউতাল জমাতিয়া। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন অজয় জমাতিয়া। খেলা পরিচালনা করেন গোবিন্দ জমাতিয়া। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।
2022-07-06