BRAKING NEWS

Oil:লিটারপিছু ১০ টাকা ভোজ্য তেলের দাম কমাতে বলল কেন্দ্র

নয়াদিল্লি, ৬ জুলাই ( হি.স.) : জ্বালানি তেলের পর এবার ঘরোয়া বাজারে ভোজ্য তেলের দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে উদ্যোগী কেন্দ্র। বুধবার ভোজ্য তেল উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানান, সাতদিনের মধ্যে কোম্পানিগুলিকে লিটারপিছু ১০ টাকা দাম কমাতে বলা হয়েছে। এছাড়া একই ব্র্যান্ডের তেল যাতে একই দামে সারা দেশে বিক্রি হয়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে উৎপাদকদের।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই ভারতে ভোজ্য তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়। ভারত তার চাহিদার ৬০ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করে। তার মধ্যে ওই দুদেশই প্রচুর পরিমাণে তেল ভারতে পাঠায়। তবে জুনের শুরুতে আন্তর্জাতিক বাজারে টন প্রতি ৩০০-৪৫০ ডলার দাম কমায় ভারতে ভোজ্য তেলের দাম কমানোর ভাবনাচিন্তা শুরু করে সরকার। অনেক সংস্থাই গত মাসে তেলের দাম লিটারপিছু ১০-১৫ টাকা কমায়।
এদিন বৈঠকের পর অনেক কোম্পানি সানফ্লাওয়ার ও সোয়াবিন তেলের দাম কমানোর প্রতিশ্রুতি সরকারকে দিয়েছে বলে জানান খাদ্যসচিব। তবে একই ব্র্যান্ডের তেলের দামে ৩-৫ টাকার ফারাক থাকে। সেই ফারাক যাতে না থাকে সেদিকে নজর দিতে নির্দেশ দিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *