চন্ডীগড়, ৬ জুলাই (হি.স.): ফের বিয়ে করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এবার পাত্রী ডাঃ গুরপ্রীত কৌর। বৃহস্পতিবার, ৭ জুলাই চণ্ডীগড়ে নিজস্ব বাসভবনে ডাঃ গুরপ্রীত কৌরকে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করবেন ভগবন্ত মান। আমন্ত্রিতদের তালিকা খুব বেশি নয় বলে জানা গিয়েছে। ভগবন্ত মানের বিয়েতে উপস্থিত ছিলেন পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ আম আদমি পার্টির অনেকেই। প্রায় ৬ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছিল ভগবন্ত মানের।
আপ সূত্রের খবর, বৃহস্পতিবার চণ্ডীগড়ে নিজস্ব বাসভবনে ডাঃ গুরপ্রীত কৌরকে বিয়ে করবেন ভগবন্ত মান। এটি তাঁর দ্বিতীয় বিয়ে, প্রায় ৬ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছিল তাঁর। বিয়েতে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

