নয়াদিল্লি, ৬ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্র বিধানসভার পরে এবার একনাথ শিন্দের শিবিরের ‘নজর’ সংসদে। উদ্দেশ্য, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার সংখ্যাগরিষ্ঠ সাংসদকে দলে টেনে নিজেদের ‘আসল শিবসেনা’ হিসেবে প্রতিষ্ঠিত করা। শিন্দেসেনার নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিল বুধবার বলেন, ‘‘মহারাষ্ট্র থেকে লোকসভায় নির্বাচিত ১৮ জন শিবসেনা সাংসদের মধ্যে ১২ জনই আমাদের শিবিরে যোগ দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁরা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবেন।’’
২০১৯-এর লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট বেঁধে ১৮টি লোকসভা আসনে জিতেছিল শিবসেনা। পরে ২০২১ সালে উপনির্বাচনে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাবেলি লোকসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে জয়ী হন শিবসেনা প্রার্থী। এদিকে শিবসেনার লোকসভা দলে ভাঙন ধরানোর জন্য ১৩ জন সাংসদ প্রয়োজন শিন্দে শিবিরের। এ ছাড়া রাজ্যসভায় তিনজন শিবসেনা সাংসদের মধ্যে পৃথক গোষ্ঠীর স্বীকৃতি পেতে প্রয়োজন দুই সাংসদের সমর্থন। ইতিমধ্যেই মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরবেকর ‘শিবসেনার দলনেতা’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন শিন্দেকে।