BRAKING NEWS

TCA:টিসিএ-র কর্মকান্ডে ইউনাইটেড ফ্রেন্ডসের ক্ষোভ : সত্বর স্বাভাবিক হতে পরামর্শ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অনুমোদিত ক্লাবগুলিকে অনুদানের টাকা অতি সত্বর মিটিয়ে দিতে হবে। জুনিয়র এবং সিনিয়র ক্রিকেটারদের পৃথক পৃথক ফরম্যাটের খেলাকে মিশ্রিত রূপে এক ফরম্যাটে খেলা চালু করার কোন যৌক্তিকতা নেই। ভূ-ভারতে কেন সারা বিশ্বেও এ ধরনের কোন নজির নেই। ক্লাবভিত্তিক ক্রিকেট খেলাটা ইতিমধ্যে চালু করতে হবে। রাজধানী আগরতলার অন্যতম প্রাচীন ক্লাব ইউনাইটেড ফ্রেন্ডস-এর পক্ষ থেকে মুখ্যত এ ধরনের আহ্বান রাখা হয়েছে। আজ দুপুরে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে ইউনাইটেড ফ্রেন্ডস আহূত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান। টিসিএ-র বর্তমান কমিটি বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে ইউনাইটেড ফ্রেন্ডসদের কর্মকর্তাবৃন্দ ক্ষোভ ব্যক্ত করেন। খেলা বন্ধ করে রাখারও যৌক্তিকত খুঁজে পাচ্ছেন না। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ইউনাইটেড ফ্রেন্ডস-এর সভাপতি সুবল কুমার দে, সহ-সভাপতি ডক্টর উৎপল চন্দ, সচিব মানিক দেব, সহ-সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার, ক্লাবের প্রতিনিধি তথা টিসিএ-র সচিব তিমির চন্দ প্রমূখ সাম্প্রতিককালে টিসিএ-র কর্মকান্ডে প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করে অতিসত্বর আইন আদালতের নির্দেশ অনুযায়ী সংস্থা পরিচালনার পরামর্শ দেন। অন্যথায় রাজ্যের ক্রিকেট পরিকাঠামো ও স্ট্যাটাস এমনিতেই অনেকটা পিছিয়ে রয়েছে, কার্যত আরও পিছিয়ে পড়বে বলে ক্রিকেট মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *