ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। দুদিনব্যাপী শিবির শেষ হলো সোমবার। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে। শান্তিরবাজার, সাব্রুম, বিলোনীয়া, উদয়পুর, অমরপুর ও করবুক এই ছয়টি মহকুমার ক্রিকেটারদের নিয়ে ত্রিপুরা অনূর্ধ্ব- ১৬ ও অনূর্ধ্ব- ১৯ ক্রিকেটের শিবিরেডাকার লক্ষ্যেই ওঅ শিবির। শান্তিরবাজার মহকুমার বাইখোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে দু’দিনের ওপেন ট্রায়াল শুরু হয়েছে। ওপেন ট্রায়ালের প্রথম দিনে শান্তিরবাজার, সাব্রুম ও বিলোনীয়ার ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলো। এদিন উদয়পুর, অমরপুর ও করবুক মহকুমার ক্রিকেটার রা অংশগ্রহণ করবে। প্রথম দিনে উদয়পুর থেকে ১৮ জন সহ মোট ৪৭ জন অংশ নেয় শিবিরে। ওপেন ট্রায়ালে ক্রিকেটার বাছাইয়ের জন্য উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার জুনিয়র ক্রিকেট এর দায়িত্বপ্রাপ্ত চিফ কোচ শ্রীযুত গৌতম সোম (জুনিয়র), কোচ তপন দেব, কোচ সুজিত রায়, ও কোচ জয়ন্ত দেবনাথ। চিফ কোচ গৌতম সকল ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স করার জন্য উপদেশ দেন এবং মহকুমা ক্রিকেট কর্মকর্তা ও ক্রিকেটারদের আন্তরিকতায় খুবই খুশি বলে জানান। এ নিয়ে সকলের মধ্যে এক ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হয়। প্রসঙ্গত: ওই ৬ মহকুমার যে সব ক্রিকেটার প্রতিভা থাকা সত্বেও শিবিরে ডাক পায়নি তাদের সুযোগ করে দিতেই রাজ্য সংস্থার ওই উদ্যোগ।