ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ।। খেতাব নির্ণায়ক ম্যাচ মঙ্গলবার। তাতে মুখোমুখি হবে গোমতি প্লে সেন্টার এবং আর সি সি। রাঙ্গামাটি স্কুল মাঠে আজ সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র টি-২০ ক্রিকেটে। আসরে দুদলের এটি দ্বিতীয় সাক্ষাৎকার। প্রথম সাক্ষাৎকারে জয় পেয়েছিলো গোমতি প্লে সেন্টার। ফলে পরাজয়ের বদলা নেওয়ার পালা এখন আর সি সি-র সামনে। এদিকে নিয়ম রক্ষার ম্যাচে জয় পেলো বৈশ্যমণি স্পোর্টস সোসাইটি। ৭ উইকেটে পরাজিত করলো বয়া খা বক্সা ক্লাবকে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বয়া খা বাক্সা এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ৯২ রান করে। দলের পক্ষেঅজয় জমাতিয়া ৫৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩১(অপ:) এবংনববীর জমাতিয়া ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। বৈশ্যমণি স্পোর্টস সোসাইটির পক্ষে রামকৃষ্ণ জমাতিয়া (৩/১৪), বণবীর কলই (২/১২) এবং রেনশি কুমার কলই (২/১২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১১ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় বৈশ্যমণি স্পোর্টস সোসাইটি। দলের পক্ষে রামকৃষ্ণ জমাতিয়া ৩০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ (অপ:) এবং বিশ্বজিৎ কলই ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান।