নয়াদিল্লি, ৪ জুলাই ( হি. স.) : সোমবার স্বামী বিবেকানন্দের নির্বাণ দিবসে স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ জাতপাত, অস্পৃশ্যতার কঠোর সমালোচক ছিলেন।শাহ টুইটে বলেন, “যুগাবতার স্বামী বিবেকানন্দ জি, তাঁর অসীম জ্ঞান এবং প্রচেষ্টার মাধ্যমে সমগ্র বিশ্বকে সনাতন সংস্কৃতি ও দর্শনের আলোয় আলোকিত করেছেন। তিনি জাতিভেদ, অস্পৃশ্যতা এবং সামাজিক বর্বরতার কঠোর সমালোচক ছিলেন।
স্বামী বিবেকানন্দের চিন্তায় আধ্যাত্মিকতা, জাতীয়তাবাদ ও আধুনিকতার এক অপূর্ব সমন্বয় ছিল। তাঁর নির্বাণ দিবসে প্রত্যেক ভারতীয়কে তাঁর শিক্ষা ও আদর্শকে জীবনে ধারণ করে জাতি গঠনে অবদান রাখার অঙ্গীকার করা উচিত। এটিই হবে এমন এক মহান মানুষের প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি।