রোম, ৪ জুলাই (হি.স.) : ধসে পড়ল ইতালির আল্পস পর্বতমালার হিমবাহের বড় একটি অংশ । স্থানীয় সময় রবিবারের এই ঘটনায় কমপক্ষে ছয় পর্বতারোহী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৮ জন।এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
আল্পস পর্বতমালার পূর্বাংশের একটি হিমবাহ ভেঙে মারমোলাদা এলাকায় জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রের ওপর পড়ে। এ সময় হিমবাহের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন পর্বতারোহী। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম স্কাইটিজি২৪ সিএনএন বলছে, রেকর্ড তাপমাত্রার মধ্যে এই হিমবাহ ধসের ঘটনা ঘটে। ওইদিন ঘটনাস্থলের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল।
ভেনিতো অঞ্চলের একটি বেসক্যাম্পে থাকা এসইউইএম ডিসপ্যাচ সার্ভিস নামে একটি উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আরও উপরের দিকে অন্তত ১৮ জন পর্বতারোহী আটকা পড়েছেন। আলপাইন রেসক্যু কর্পস সদস্যরা তাদেরকে খুব শিগগিরই উদ্ধার করবেন। ট্রেন্টো প্রাদেশিক সরকার জানিয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। জরুরি উদ্ধার অভিযান দলের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত ছয়জনকে মৃত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।