ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। জয় পেলো এপার বাংলা ও ওপার বাংলা। টাইব্রেকারে পরাজিত করলো এফ সি ব্রাদার্স দলকে। সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বড়পাথরি স্কুল মাঠে অনুষ্ঠিত আসরের দ্বিতীয় দিন সোমবার এপার বাংলা ও ওপার বাংলা দলের মুখোমুখি হয় এফ সি ব্রাদার্স। শুরু থেকেই দুইদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। দুদলের ফুটবলাররাই বেশ কয়েকটা সুযোগ পেলেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেননি। নির্দিষ্ট সময়ে ম্যাচের ফয়সলা না হওয়ায় শুরু হয় টাইব্রেকার। স্পটকিকে এপার বাংলা ও ওপার বাংলা দলের গোলরক্ষক রিপনের চওড়া হাতে ভর করে জয় ছিনিয়ে নেয়। ফলাফল ৪-২। বিজয়ী দলের পক্ষে সানু, দিরেন, নিতু এবং বিশ্ব গোল করেন। বিজীত দলের পক্ষে নোয়া সাগমা ও মুকেশ গোল করেন। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। রবিবার থেকে শুরু হয়েছে ওই প্রাইজমানি আসর। উদ্বোধনী দিনে বড়পাথরি স্কুল ২-১ গোলে পরাজিত করেছিলো শিকলা বাদল এফ সি দলকে। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি ছাড়া প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা।