ইটানগর (অসম), ৩ জুলাই (হি.স.) : অরুণাচল প্ৰদেশে বন্যার জলে নিখোঁজ দুই বালকের উদ্ধার অভিযান পাঁচদিনের মাথায় বন্ধ করে দিয়েছে এনডিআরএফ।
গত ২৮ জুন পাপুমপারে জেলার হুতো গ্রামে হড়কাবানের মুখে পড়ে দুই বালক। তাদের উদ্ধার করতে সেদিন থেকেই এসডিআরএফ এবং এনডিআরএফ ব্যাপক অভিযান চালানো শুরু করে। কিন্তু পাঁচদিন অতিক্রান্ত হয়ে গেলেও উদ্ধারকারী দল দুই বালকের সন্ধান পায়নি। তাই আজ বিকেল ৪.৩০ মিনিট থেকে তাঁরা উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ জুন হুতো পঞ্চায়তের অন্তৰ্গত হোলোঙি নদীতে নয়জন ভেসে গিয়েছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে স্থানীয় জনসাধারণ উদ্ধার করলেও দুই বালক সহ চারজন নিখোঁজ হয়ে যান। পাপুমপারে জেলা দুৰ্যোগ ব্যবস্থাপনা, এনডিআরএফ এবং এসডিআসএফ-এর দল তৎক্ষণাৎ তালাশি অভিযান চালিয়ে একজনকে মৃতাবস্থায় এবং আরেকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তবে দুই নাবালক নিখোঁজ ছিল। পাঁচদিন অতিক্রম করলে উদ্ধারকারী দল আজ বিকেলে তাঁদের অভিযান বন্ধ করে দেয়। এই খবর জানিয়েছেন রাজ্য দুৰ্যোগ ব্যবস্থপনা বিভাগের আধিকারিক।