মুম্বই, ২ জুলাই (হি.স.): মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন পত্র পেশ করলেন শিবসেনার বিধায়ক রাজন সালভি। শনিবার দুপুর বারোটার আগেই অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন পেশ করেছেন রাজন সালভি, বিজেপি বিধায়ক রাহুল নারওয়েকারের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হবে। মহারাষ্ট্র বিধানসভার স্পিকার পদের জন্য শুক্রবার সকালেই রাজন সালভিকে প্রার্থী করেছে মহা বিকাশ আঘাড়ি।
মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম সময় ছিল শনিবার দুপুর বারোটা অবধি। তার আগেই শিবসেনার বিধায়ক রাজন সালভি মনোনয়ন পত্র পেশ করেছেন। রবিবার ও সোমবার-এই দু”দিন মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। এই অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার, স্পিকার নির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে রবিবার, ৩ জুলাই।