চণ্ডীগড়, ২ জুলাই ( হি. স.) : পঞ্জাবের ভগবন্ত মান নেতৃত্বাধীন সরকার শীঘ্রই কমপক্ষে পাঁচজন বিধায়ককে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভা সম্প্রসারণ করতে পারে বলে শনিবার দলীয় সূত্র জানা গিয়েছে। আরও পাঁচজন মন্ত্রী অন্তর্ভুক্ত হলে মান-নেতৃত্বাধীন মন্ত্রিসভার সংখ্যা মুখ্যমন্ত্রী সহ ১৫ ছুঁয়ে যাবে।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরে আম আদমি পার্টি সরকার গঠনের পরে মান-নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ১০ জন বিধায়ককে মন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বর্তমানে নয়জন মন্ত্রী রয়েছেন। মে মাসে স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলাকে দুর্নীতির অভিযোগে রাজ্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছিল। দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভা সম্প্রসারণে এক মহিলা বিধায়ককে মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে।