আগরতলা, ২ জুলাই : ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে বাই-সাইকেলে চেপে ইকো ট্যুরিজম সচেতনতা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। শনিবার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গন থেকে ওই যাত্রার শুভ সূচনা করেন পর্যটন দফতরের অধিকর্তা তরিত কান্তি চাকমা।
মূলত, আগরতলা সাইকোহলিক ফাউন্ডেশনের উদ্যোগেই ওই সচেতনতা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তাঁদের সাথে বাংলাদেশের কুমিল্লা থেকে তিনজন সাইক্লিষ্ট যোগ দিয়েছেন। আগরতলা সাইকোহলিক ফাউন্ডেশনের ২০ জন সদস্য সহ মোট ২৩ জন সাইক্লিষ্ট আগামী ছয়দিন ত্রিপুরার বিভিন্ন পর্যটন স্থল পরিদর্শন করবেন।
তাঁদের সফর ৭ জুলাই সমাপ্ত হবে। তাঁরা বক্সনগর, নীরমহল, সোনামুড়া, চন্দ্রপুর মসজিদ, ভারত-বাংলা উদ্যান, তৃষ্ণা অভয়ারণ্য, বিলোনিয়া, জোলাইবাড়ি, পিলাক, সখ্যমুনি পাগোডা, ডুমবুর, ছবিমুড়া, অমরপুর, উদয়পুর, ভুবনেশ্বরী মন্দির, শমসের গাজী মসজিদ, গুনবতি মন্দির, ত্রিপুরা সুন্দরী মন্দির, তারপর আগরতলায় ফিরে আলপনা গ্রাম, উজ্জয়ন্ত প্রাসাদ, হাভেলি মিউজিয়াম এবং আখাউড়া সীমান্তে গিয়ে সফর সমাপ্ত করবেন।
মূলত ভারত ও বাংলার মধ্যে মৈত্রীর সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এবং ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শনিবার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে কর্মসূচী শুরু হয়েছে। এই কর্মসূচীর সূচনা করে পর্যটন দফতরের অধিকর্তা তরিত কান্তি চাকমা বলেন, ইকো ট্যুরিজম চারিদিকে প্রচারের খুবই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সাথে স্বাস্থ্যের খেয়াল রাখতে সাইক্লিংয়ের বিকল্প নেই। এই কর্মসূচীর মাধ্যমে মানুষের পর্যটন এবং সুস্বাস্থ্যের জন্য সচেতনতা বৃদ্ধি করা হবে।