ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।।সেরা হলো আশরাফ আলি। বিশ্ব যোগা প্রতিযোগিতায়। ২৭ এবং ২৭ জুন দিল্লি গাজিয়াবাদে ইউনিভার্সেল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে। তাতে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এর হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৬-৩০ বছর বিভাগে আশরাফ আলি প্রথম স্থান অধিকার করে। আশরাফ আলী ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার হিসাবে মনোনীত আছেন। এছাড়া ৬০ উর্ধ্ব বিবাগে স্বপন চন্দ্র দাস তৃতীয় স্থান ,১৭ থেকে ২০ বছর বিভাগে উইসা দেববর্মা তৃতীয় স্থান অধিকার করে, গ্র্যানডমাস্টার প্রজ্ঞাৎ প্রসণ চতুর্থ স্থান অধিকার করে সাব জুনিয়র বিভাগে, অর্পিতা দাস চতুর্থ স্থান অধিকার করে জুনিয়র বিভাগে, ঋদ্ধিমান সাহা সাব জুনিয়ার বিভাগে চতুর্থ স্থান অধিকার করে, সোহান পাল চতুর্থ স্থান অধিকার করে জুনিয়র বিভাগে, সায়ন্তিকাপাল চতুর্থ স্থান অধিকার করে জুনিয়র বিভাগে , সাক্সি মালাকার পঞ্চম স্থান অধিকার করে জুনিয়র বিভাগে, অনির্বাণ ভট্টাচার্য ষষ্ঠ স্থান অধিকার করে জুনিয়র বিভাগে। যোগাকে সার্বিকভাবে বিশ্বাঙ্গনে তুলে ধরার প্রয়াস করে চলছে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন। ভবিষ্যতেও এভাবে কাজ করে যাবে আশাবাদী রাখছে সংস্থার সচিব সমীর সাহা।
2022-07-02