মুম্বই, ১ জুলাই ( হি. স.) : মহারাষ্ট্রে একনাথ শিন্দে সরকার গঠনের দ্বিতীয় দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিজেপিকে আড়াই বছরের ফর্মুলার কথা মনে করিয়ে দিলেন। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি আমাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতেন, তবে আজ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী থাকত। একই সঙ্গে মহাবিকাশ জোট গঠনের সুযোগও থাকত না এবং অকারণে আমাকে মুখ্যমন্ত্রী হতে হত না।
শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সাংবাদিক সম্মেলন বলেন, মহারাষ্ট্রে একটি নতুন সরকার গঠিত হয়েছে এবং আমিও তাকে অভিনন্দন জানিয়েছি, তবে এটি প্রচার করা হচ্ছে যে শিবসেনার মুখ্যমন্ত্রী গঠন করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল। তিনি বলেন, রাজ্যে গত নির্বাচন বিজেপি এবং শিবসেনা যৌথভাবে লড়াই করেছিল এবং নির্বাচনের পরে অমিত শাহের সঙ্গে আড়াই বছরের একটি ফর্মুলা তৈরি হয়েছিল, যা পরে অস্বীকার করা হয়েছিল। এর পরে বিজেপি অন্য পথ খুঁজতে শুরু করে, যার কারণে মহাবিকাশ জোট গঠন করতে হয়েছিল। উদ্ধব ঠাকরে বলেন, একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী হওয়ার পরে অবিলম্বে কাঞ্জুর মেট্রো কারশেড প্রকল্প স্থগিত করার এবং গোরেগাঁওয়ের আরে কলোনিতে একটি মেট্রো কারশেড তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।