পাটনা, ১ জুলাই (হি.স.): মৃদু তীব্রতার বিস্ফোরণে কেঁপে উঠল পাটনার সিভিল আদালত। এই বিস্ফোরণে আহত হয়েছেন একজন পুলিশ কর্মী। এএসআই পদমর্যাদার ওই পুলিশ কর্মীর নাম-কদম কুওয়ান মদন সিং। ডান হাতে চোট পেয়েছেন তিনি। এসএসপি (পাটনা) মানবজিৎ সিং ধিলন জানিয়েছেন, শুক্রবার পাটনার সিভিল আদালতে বিস্ফোরণে আহত হয়েছেন একজন এএসআই। তিনি ছাড়া আর কেউ আহত হননি।
পিরবাহোরে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা সাবিউল হক জানিয়েছেন, কয়েকদিন আগে পাটনা বিশ্ববিদ্যালয়ের প্যাটেল হোস্টেল থেকে গানপাউডার উদ্ধার করা হয়। আমরা আরও তদন্তের অনুমতি চেয়ে আদালতে নিয়ে গিয়েছিলাম। চত্বরে রাখা মাত্রই বিস্ফোরণ ঘটে। একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং তিনি বিপদমুক্ত রয়েছেন।

