আগরতলা, ১ জুলাই (হি. স.) : নাবালিকা ধর্ষণের মামলায় এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। সাথে ১০ হাজার টাকা জরিমানাও করেছে। অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন কমলপুর স্পেশাল পকসো আদালতের বিচারক সূরীও দেও সিং।
ওই মামলায় পিপি ইন্দু ভূষণ দেব জানান, কমলপুর থানার অধীন উত্তর হালহালি গ্রামের বাসিন্দা কুশ দাস(২৮) ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর রাতে ১৬ বছর বয়সী প্রতিবেশী নাবালিকাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন। বিষয়টি ওই নাবালিকা তার মাকে জানালে ২ অক্টোবর কুশ দাশের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। ওই নাবালিকার মা অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। কমলপুর থানায় মামলা নম্বর ১২৭/২০১৮।তিনি বলেন, ওই মামলা তদন্ত শুরু করেন এসআই সুবীর সাহা। তিনি তদন্ত শেষে স্পেশাল পকসো আদালতে চার্জশিট জমা দেন। ওই মামলায় মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার স্পেশাল পকসো আদালতের বিচারক সূরীও দেও সিং অভিযুক্ত কুশ দাসকে পকসো আইনে দোষী সাব্যস্ত করেন এবং দশ বছর সশ্রম কারাবাস ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে অতিরিক্ত তিন মাসের সশ্রম কারাদন্ডের রায় দেন তিনি।