নয়াদিল্লি, ১ জুলাই ( হি. স.) : শুক্রবার জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় এক দুর্ঘটনায় তিন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। ডেপুটি কমিশনার মাসরাত-উল-ইসলাম টুইট করে জানিয়েছেন, “শ্রী অমরনাথ যাত্রার তিনজন তীর্থযাত্রীর সামান্য আহত হয়েছে, যখন তাদের গাড়ি জাতীয় সড়ক ৪৪-এ শের বিবির কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তাদের বানিহাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারা এদিন সকালে চান্দেরকোট যাত্রী নিবাস থেকে রওনা হয়েছিলেন।
শুক্রবার সকালে ৬,৪৪০ জন অমরনাথ তীর্থযাত্রীর একটি নতুন দল জম্মু বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রার দ্বিতীয় দিনে অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে।