Maharashtra Legislative Assembly: পিছিয়ে গেল মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন, হচ্ছে না আস্থা ভোট

মুম্বই, ৩০ জুন (হি.স.): পিছিয়ে গেল মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার আস্থাভোটে হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে না। মহারাষ্ট্র বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগবত রাজ্যের সমস্যা বিধায়কদের জানিয়েছেন, রাজ্যপালের নির্দেশ অনুসারে, এখন আস্থাভোটের প্রয়োজন নেই, তাই বৃস্পতিবারের বিশেষ অধিবেশন ডাকা হবে না।

বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটের ডাক দিয়েছিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় শিবসেনা। বুধবার রাত ৯টায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ার নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই বিধানসভায় আস্থাভোট নিতে হবে তাঁর সরকারকে। কিন্তু সেই নির্দেশের কিছু ক্ষণ পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আর সেই সঙ্গেই পতন ঘটল ৩১ মাসের ‘মহাবিকাশ আঘাড়ি’ জোটের (শিবসেনার পাশাপাশি এনসিপি এবং কংগ্রেস যার অন্যতম শরিক) সরকারের। তাই বৃহস্পতিবার আস্থাভোটে হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে না।