ওয়াশিংটন, ৩০ জুন (হি.স.): আমেরিকায় দৈনিক কোভিড-আক্রান্তের সংখ্যা একধাক্কায় ফের অনেকটাই বাড়ল, বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লক্ষের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাও ৩০০-র ঊর্ধ্বে রয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,০০,২৫৭ জন। ফলে মার্কিন মুলুকে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮৯,২৩৬,৪৪৯-এ পৌঁছেছে।
বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৩২৬ জন রোগীর। নতুন করে ৩২৬ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১,০৪২,২৯১ জনের। সুস্থতার সংখ্যা অবশ্য কম নয়, এযাবৎ মার্কিন মুলুকে সুস্থ হয়েছেন ৮৪,৮১০,৫৫৪ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৩,৩৮৩,৬০৪-তে পৌঁছেছে। নতুন করে সংক্ৰমণ বৃদ্ধিই যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়।

