Udaipur :উদয়পুরের হত্যাকাণ্ডে পাক যোগ রয়েছে, দাবি রাজস্থান পুলিশের

উদয়পুর, ২৯ জুন ( হি. স.) : রাজস্থানের উদয়পুরে নৃশংস হত্যাকাণ্ডের পিছনে পাক যোগাযোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠল। রাজস্থান পুলিশের প্রধান জানান, ধৃত গউস মহম্মদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী দাওয়াত-এ-ইসলামি সংগঠনের যোগাযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তার ফোনে অন্তত ১০টি পাকিস্তানি ফোন নম্বরও পাওয়া গিয়েছে বলে পুলিশের অন্য একটি সূত্রের খবর।
এই হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস শাসিত রাজস্থান সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্য বিজেপি। তাদের অভিযোগ, রাজস্থান এখন বিভিন্ন পাক-জঙ্গি গোষ্ঠীর আশ্রয়স্থল হয়ে উঠেছে। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে রাজস্থানে। অথচ সরকার হাত গুটিয়ে বসে আছে। পাল্টা জবাবে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, মোটেই হাত গুটিয়ে বসে নেই রাজস্থান সরকার। অত্যন্ত তৎপরতার সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।