আগরতলা, ২৯ জুন৷৷ মোবাইলে আসক্ত হয়ে মৃত্যু ১৬ বছরের এক নাবালকের৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের মধ্যে৷ মৃত নাবালকের নাম প্রসেনজিৎ সাহা৷
গান্ধীগ্রাম এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সাহাকে তার মা ভাত খাওয়ার জন্য ডেকেছিলেন৷ কিন্তু সে মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল৷ এরপরেই ছেলেকে তার মা সামান্য বকুনি দেন৷ আর তাতেই ঘটে বিপত্তি৷ তার কিছু সময় পর ঘরেই ওই নবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ প্রথমে ওই নাবালকের মা বিষয়টি প্রত্যক্ষ করেন৷ তড়িঘড়ি তাকে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷