National Event:জাতীয় আসরে স্বর্ণপদক পেল অতিদরিদ্র ঘরের ছেলে কৃপাশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।। মধ্যপ্রদেশে অনুষ্ঠিত জাতীয় মোয়াই থাই চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদক পেল কমলপুর মহকুমার মেচুরিয়া গ্রামের অতিদরিদ্র ঘরের ছেলে কৃপাশ সিনহা (১৪)। আগামী আগষ্ট মাসে মালেশিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ডাক পেয়েছে কৃপাশ সিনহা।গত ১৬ –২২ জুন মধ্যপ্রদেশের দেবাশ শহরে অনুষ্ঠিত হয় জাতীয় মোয়াই থাই চ্যাম্পিয়নশীপের আসর। সেই আসরে যোগ দিয়ে সেমিফাইনালে মেঘালয় এবং ফাইনালে রাজস্থান কে হারিয়ে স্বর্ন পদক পায় কৃপাশ সিনহা। আগামী আগষ্ট মাসে মালেশিয়ায় মোয়াই থাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ডাক পেয়েছে কৃপাশ সিনহা। এক সময় বক্সিংয়ে ব্ল্যাক বেল্ট জয়ী দিনমজুর বিজন সিনহা পরিবারের চারজনকে নিয়ে কোন মতে চালাচ্ছেন সংসার। ছোট ছেলে কৃপাশ। ছোট থেকে বাবার কাছে তামিল দেয় মোয়াই থাই শিখার। হতদরিদ্রের কারনে কোন সাজসরঞ্জাম ক্রয় করতে পারেনি। ফলে হাতের মুঠোয় পরিত্যক্ত কাপড় জড়িয়ে বাবার কাছে তামিল দেয় মোয়াই থাই। কৃপাশ সিনহা ত্রিপুরা, উত্তরপূর্বাঞ্চলীয় মোয়াই থাই চ্যাম্পিয়নশীপের অংশ গ্রহন করে বহুবার স্বর্ন পদক লাভ করে। অল ত্রিপুরা অ্যামেচার মোয়াই থাই অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজীব দেববর্মা অনেক সাহায্য করেছেন। কৃপাশ সিনহা মোয়াই থাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মালেশিয়ায় দেশের হয়ে খেলতে যাবে খরব চাউর হতেই গর্বে ভরে উঠছে কমলপুর সহ ধলাই জেলা নাগরিকদের। এখন বিভিন্ন প্রান্তের মানুষ বিজন সিনহার বাড়িতে ভীড় জমাচ্ছেন কৃপাশ সিনহা দেখতে। সবাই চাইছে রাজ্য ও দেশের সুনাম অর্জন করুক কৃপাশ। কমলপুরের সাধারন মানুষ চাইছে বর্তমান সরকার বিজনের পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দিক। এখন সেই আশায় রয়েছে কমলপুরের মানুষ।