নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.) : শ্লীলতাহানি মামলায় দিল্লিতে পুলিশি জেরার মুখোমুখি হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটি বিধায়ক মেবারকুমার জমাতিয়া। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৫৪(এ) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সিআরপিসি ৪১(এ) ধারায় তাঁকে নোটিশ দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, দিল্লি পুলিশ মঙ্গলবার রাতে দুবার ত্রিপুরা ভবনে গিয়েছিল। দিল্লিতে পাঠরত জনৈক জনজাতি যুবতীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই যুবতী অস্থায়ীভাবে ত্রিপুরা ভবনে ছিলেন। সূত্রের আরও খবর, ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ সকালে পুনরায় এসে অভিযুক্ত বিধায়ক মেবারকুমার জমাতিয়া ও অভিযোগকারিণীকে থানায় নিয়ে গেছে। সূত্রের দাবি, তাঁকে নয়াদিল্লি কৌটিল্যমার্গ থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দিল্লি পুলিশের ডিসিপি এনডিজি অমরুথা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ ত্রিপুরা ভবনে শ্লীলতাহানির অভিযোগ পুলিশে জানানো হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্তকে সিআরপিসির ৪১(এ) ধারায় নোটিশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৫৪(এ) ধারায় মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ১১১/২২, জানান তিনি।