MLA Sudip Roy :নির্বাচনোত্তর হিংসায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের

আগরতলা, ২৯ জুন৷৷ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচন-পরবর্তী যেসব হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়েছে তাতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে রাজ্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন৷ 

রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক রাজনৈতিক কার্যকলাপ সংঘটিত হয়েছে৷ বিশেষ করে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ এবং অন্যান্য সম্পদ নষ্টের বহু ঘটনা ঘটেছে৷ আক্রমণের ঘটনায় বহু মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ আক্রান্ত ও ক্ষতিগ্রস্তরা অত্যন্ত গরিব অংশের মানুষ৷ তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে উপযুক্ত আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন৷ 

বিধায়ক শ্রী বর্মন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে লেখা চিঠিতে অনুরোধ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার এবং ব্যক্তিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হোক৷ তিনি লেখেছেন, রাজ্য সরকার ইতিপূর্বে সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে৷ এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশনও রয়েছে৷ অবশ্য এসব বিষয়ে সাধারণ মানুষ বিশেষ করে যারা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেকেই অবগত নন৷ সে কারণেই বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে এনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি৷ 

তিনি রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত রয়েছে সে বিষয়ে রাজ্যের সংবাদমাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *