টেক্সাস, ২৮ জুন (হি.স.): আমেরিকার টেক্সাসে ৪৬ জন অভিবাসীর অস্বাভাবিক মৃত্যুতে আলোড়ন সৃষ্টি হয়েছে। একটি ট্রাক্টর-ট্রেলার থেকে উদ্ধার হয়েছে ৪৬ জনের মরদেহ। ট্রাক্টর-ট্রেলাররের ভিতরে ৪৬ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে, আর ১৬ জনকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ট্রাক্টরটি টেক্সাসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সান আন্তোনিওতে একটি নির্জন রাস্তায় পাওয়া গিয়েছে।
অনুমান করা হচ্ছে, এরা প্রত্যেকেই গোপনে আমেরিকায় প্রবেশ করতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, মেক্সিকো সীমান্ত থেকে আমেরিকায় ঢুকেছিল এরা। এ ধরনের আন্তঃসীমান্ত পারপারের চেষ্টায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু এমন ঘটনা কখনো সামনে আসেনি। ওই ট্রাকের কথা কেউ পুলিশকে জানিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে ট্রাকের গেট সামান্য খোলা ছিল। তাদের মধ্যে একজন ট্রেলারের বাইরে পড়ে ছিল।
হাসপাতালে ভর্তি হওয়া ১৬ জনের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক এবং চারটি শিশু রয়েছে। রোগীদের শরীর অত্যধিক গরম ছিল এবং তাঁদের শরীরে জলের অভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনজনকে আটক করা হয়েছে। এটি মানব পাচারের ঘটনা কিনা তা এখনও স্পষ্ট নয়।