ইসলামাবাদ, ২৮ জুন, (হি. স.): লাগাতার ভারত-বিদ্বেষী প্রচার চালানোর অভিযোগে পাক সরকারের একাধিক টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জাতিসঙ্ঘ, তুরস্ক, ইরান এবং মিশরে পাক দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। রেডিও পাকিস্তানেরও টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।
টুইটার ইন্ডিয়ার অভিযোগ, ব্লক করে দেওয়া অ্যাকাউন্ট থেকে লাগাতার ভারত-বিদ্বেষী প্রচার চলছিল। প্রচার চলছিল ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অবাঞ্ছিত মন্তব্যের। সে কারণে এই সব টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। টুইটার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে মহা সমস্যায় পাকিস্তান। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে টুইটার ইন্ডিয়াকে অবিলম্বে ব্লক করা অ্যাকাউন্ট সচল করার আর্জি জানানো হয়েছে।

