Adhir: ত্রিপুরায় বামেদের সাথে কংগ্রেসের জোট হলে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে : অধীর

আগরতলা, ২৭ জুন (হি. স.) : ত্রিপুরায় বামেদের সাথে জোট হলে লুকিয়ে নয়, প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে। আজ ত্রিপুরা সফরে এসে অকপটে একথা বলেন লোকসভায় বিরোধী নেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

শাসক দল বিজেপি সবসময় সিপিএম-কংগ্রেসের মধ্যে ছায়া জোট রয়েছে বলে দাবি করে চলেছে। সদ্য সমাপ্ত উপনির্বাচনে সিপিএম-কংগ্রেসের মিতালী আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে শাসক দল অভিযোগ করেছে। কারণ তাঁরা মনে করেন, সিপিএমের ভোটে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস জয়ী হয়েছে।

ত্রিপুরায় বামেদের সাথে কংগ্রেসের ছায়াজোটের প্রশ্নে অধীরের জবাব, আমরা কখনো লুকিয়ে কিছুই করিনা। ত্রিপুরায় বামেদের সাথে জোট হলে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে। যেমনটা, পশ্চিমবঙ্গে বামেদের সাথে কংগ্রেসের জোট লুকিয়ে হয়নি।

তিনি এদিন শাসক দলকে নিশানা করে বলেন, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের সাথে সম্পর্ক বিজেপি প্রকাশ্যে অস্বীকার করে থাকে। অথচ, কার্যক্ষেত্রে তার উল্টোই হচ্ছে। তাঁর কটাক্ষ, কংগ্রেস কখনোই বিজেপির মতো পেছনের দরজা দিয়ে রাজনীতিতে বিশ্বাস রাখে না এবং চাটুকারিতা পছন্দ করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *