বেঙ্গালুরু, কর্ণাটক, ২৬ জুন।। রঞ্জি চ্যাম্পিয়ন হলো মধ্যপ্রদেশ। প্রত্যাশিত খেতাব জয়। পাঁচ দিবসীয় ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষেই ট্রফি ক্রমশঃ এম.পি মুখী হেলে পড়ে ছিল। কার্যত, তাই হলো। তবে শেষ দিনে মধ্যপ্রদেশ সরাসরি জয়ের বোনাস পেলো। মরন কামড়ের মতো মুম্বাই চ্যালেঞ্জ ছুঁড়ে ছিল। কিন্তু হিমাংশু শুভমের পর রজত পাতিদারের দায়িত্বপূর্ণ ব্যাটিং-এর দৌলতে মধ্যপ্রদেশ শেষ পর্যন্ত ৬ উইকেটে সরাসরি জয় পেয়েছে। এই জয়ের সুবাদে এবারকার রঞ্জি ট্রফি মধ্যপ্রদেশ জিতে নিয়েছে। মধ্যপ্রদেশের পক্ষে এটি পঞ্চম বারের রঞ্জি ট্রফি জয়। ম্যাচের চতুর্থ দিন পর্যন্ত মনে হয়েছিল ম্যাচটা ড্র-তে নিষ্পত্তি হবে এবং প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে মধ্যপ্রদেশ পেয়ে যাবে চ্যাম্পিয়নের খেতাব। কিন্তু শেষদিন, রবিবার মুম্বাই ঝুঁকি নিয়ে মধ্যপ্রদেশের সামনে ১০৮ রানের একটা টার্গেট রেখে চ্যালেঞ্জ ছুড়তে সক্ষম হয়েছিল। ২২ জুন, ম্যাচ শুরুর দিনে মুম্বাই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। টেস্ট ম্যাচে মুম্বাইয়ের প্রথম ইনিংসে সংগৃহীত ৩৭৪ রানের জবাবে মধ্যপ্রদেশ ৩টি শতরান ও একটি অর্ধশত রানে সমৃদ্ধ ৫৩৬ রানের ইনিংস গড়ে ১৬২ রানে লিড পায়। মুম্বাই দ্বিতীয় ইনিংসে ২৬৯ রান সংগ্রহ করলে মধ্যপ্রদেশের সামনে জয়ের জন্য ১০৮ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। অবশেষে ২৯.৫ ওভার খেলে মধ্যপ্রদেশ ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। মুম্বাই দলের সরফরাজ খানের ১৩৪ রানের পর মধ্যপ্রদেশের যশ দুবের ১৩৩ রান, শুভম শর্মার ১১৬ রান এবং রজত পাতিদারের ১২২ রান উল্লেখযোগ্য। সর্বোপরি দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতিস্বরূপ শুভম শর্মা পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।
2022-06-26