মুম্বই, ২৫ জুন ( হি. স.) : মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের মধ্যে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং শিবসেনার বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডে একে অপরের বিরুদ্ধে হুঙ্কার দিতে শুরু করেছেন। শিন্ডে তার সমর্থক শিবসেনা বিধায়কদের সঙ্গে গুয়াহাটির রেডিসন হোটেল থেকে হুঙ্কার দিচ্ছেন, আর উদ্ধব মাতোশ্রী থেকে।
উদ্ধব ঠাকরে বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আজ দুপুর ১টায় শিবসেনা ভবনে শিবসেনার জাতীয় কার্যনির্বাহী বৈঠকে একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এতে কার্যত অংশ নেবেন উদ্ধব। এর পাশাপাশি শিন্দেকে সমর্থনকারী ১৬ জন বিধায়ককে নোটিশও জারি করা হতে পারে। এই ইস্যুতে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে শিন্দে গোষ্ঠী।
মহাবিকাশ আঘাড়ি সরকারে শিবসেনা নেতা ও মন্ত্রী শিন্ডের বিদ্রোহের পর উদ্ধব ঠাকরের ছেলে তথা মন্ত্রী আদিত্য ঠাকরে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তারা বাবার ডাল বাঁচাতে সাধ্যমতো চেষ্টা করছেন। সন্ধ্যা ৬টা ৬০ মিনিটে সেনাদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
এদিকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ জোটের সঙ্গে আলোচনা করতে চলেছেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে, শিব সৈনিকদের ভয়ঙ্কর বিক্ষোভের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র পুলিশ সতর্ক রয়েছে।