নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): জার্মানি ও সংযুক্ত আরব আমিরশাহি-এই দুই দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অংশ নেবেন জি-৭ শিখর সম্মেলনে। জার্মানি ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহিতেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানিতে থাকাকালীন প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মোদী মিলিত হবেন।
২৬ এবং ২৭ তারিখে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী, জি-৭ সম্মেলনে আমন্ত্রিত রাষ্ট্রপ্রধান হিসাবে। সেখানে তাঁর দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে। জি-৭-এর যে সম্মেলনগুলিতে মোদী থাকবেন, সেখানে পরিবেশ, লিঙ্গসাম্য, শক্তি, খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলি উঠবে বলে মনে করা হচ্ছে। জার্মানিতে বসবাসরত প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন প্রধানমন্ত্রী।
আগামী ২৮ তারিখ এক দিনের জন্য আবু ধাবি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানাবেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।

