উদয়পুর, ২৫ জুন : সাতসকালে যান দুর্ঘটনা ঘটেছে। শনিবার উদয়পুর-কাকড়াবন রোডে কাকড়াবনের দিক থেকে আসা একটি মারুতি ভ্যান যার নাম্বার টিআর০৩এম০৪০৯ উদয়পুরের দিকে যাওয়ার সময় জামজুড়ি বিওসি সংলগ্ন এলাকায় রাস্তার মোড় নিতে গিয়ে হঠাৎ করে গাড়িটি তার পাশের একটি জঙ্গলের পুকুরে পড়ে গেছে।
ঘটনার বিবরণে গাড়ির চালক দেবাশীষ দে জানিয়েছেন, হঠাৎ গাড়িটি চলন্ত অবস্থায় একটি পোকা তার পায়ে কামড় মারে। তখন সে গাড়িটিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং পুকুরে পড়ে যায়। পরবর্তীতে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে।