নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): জরুরি অবস্থার অন্ধকার দিনে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পরিকল্পিত ধ্বংসের কথা কখনই ভোলা যাবে না। টুইটে লিখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার সকালে টুইট করে নাড্ডা লিখেছেন, “আজ দেশ সেই মহান বীরদের স্মরণ করছে, যাঁরা ভারতীয় গণতন্ত্র এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষার জন্য লড়াই করেছিলেন।”
১৯৭৫ সালের ২৫ জুন দেশ জুড়ে জারি হয়েছিল ইমারজেন্সি বা জরুরি অবস্থা। তা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত শাসন ব্যবস্থাকে দুমড়ে দিয়েছিল। জরুরি অবস্থার সময়কার কথা এখনও ভুলতে পারেনি দেশ। জে পি নাড্ডা টুইট করে এদিন সকালে লিখেছেন, জরুরি অবস্থার অন্ধকার দিনে কংগ্রেস দলের দ্বারা আমাদের দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির পরিকল্পিত ধ্বংসের কথা কখনই ভোলা যাবে না। আজ আমরা সেই মহান বীরদের স্মরণ করছি যাঁরা ভারতীয় গণতন্ত্র এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষার জন্য লড়াই করেছিলেন।”