মুম্বই, ২৫ জুন (হি.স.): মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি রামদাস আঠওয়ালে। শনিবার মুম্বইয়ে দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন রামদাস আঠওয়ালে, বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদাস বলেছেন, মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে ভাবছি না আমরা। তিনি আরও জানান, দেবেন্দ্র ফড়নবিশ আমাকে বলেছেন শিবসেনার অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে আমাদের কিছু বলার নেই।
রামদাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে নিজেরাই নিজেদের মধ্যে থাকা বিবাদ মিটিয়ে ফেলবেন। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।” রামদাস আরও বলেছেন, “আমরা সরকার গঠনের কথা ভাবিনি ও ভাবছি না। সামনে কী হয় তা আমরা দেখব। শরদ পওয়ার, অজিত পওয়ার, উদ্ধব ঠাকরে এবং সঞ্জয় রাউত বলছেন তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন, এতজন বিধায়ক আপনাদের ছেড়ে দিয়েছেন- শিবসেনার ৩৭ এবং ৭-৮ জন নির্দল-আপনারা কীভাবে তা বলতে পারেন?”