Terrorist :জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তানি ১৫০ জঙ্গি

শ্রীনগর, ২৫ জুন ( হি. স.) : নিয়ন্ত্রণ রেখা (এলওসি) জুড়ে পাকিস্তানি লঞ্চপ্যাডে প্রায় ১৫০ সন্ত্রাসবাদী উপস্থিত রয়েছে। তারা জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে। একইভাবে ৫০০ থেকে ৭০০ সন্ত্রাসবাদী ১১ টি সন্ত্রাসবাদী ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। শনিবার এক বরিষ্ঠ সেনাকর্তা এ খবর জানান।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসীদের অনুপ্রবেশের পরিকল্পনা সফলভাবে ব্যর্থ করেছে। মানশেরা, কোটলি এবং মুজাফফরাবাদে নিয়ন্ত্রণ রেখা জুড়ে ১১টি প্রশিক্ষণ শিবিরে প্রায় ৫০০ থেকে ৭০০ সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিচ্ছে। তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুসারে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডে প্রায় ১৫০ সন্ত্রাসী জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য প্রস্তুত রয়েছে। এই বছর এখনও অবধি উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও অনুপ্রবেশ ঘটেনি।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদীরা এখন রাজৌরি-পুঞ্চ রুট থেকে পীর পাঞ্জালের দক্ষিণে অনুপ্রবেশের চেষ্টা করছে। অন্যান্য পথের তুলনায় কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ কমেছে। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের দৃষ্টি এখন অনেকাংশে পীর পাঞ্জালের দক্ষিণে সরে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *