মুম্বই, ২৪ জুন ( হি. স.) : মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতায় উদ্ধব ঠাকরে সরকার গত ৪৮ ঘন্টায় ১৬০ টি সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিধানসভা পরিষদের বিরোধী দলের নেতা প্রবীন দারেকার। তিনি রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে একটি চিঠি লিখে গত ৪৮ ঘন্টায় নেওয়া সমস্ত সিদ্ধান্তে তাঁর হস্তক্ষেপ চেয়েছেন।
প্রবীণ দারেকর শুক্রবার সাংবাদিকদের বলেন, রাজ্যের বেশিরভাগ শিবসেনা বিধায়ক বিদ্রোহ করেছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে অনাস্থা প্রকাশ করেছেন। এদিকে, মহাবিকাশ আঘাড়ির মন্ত্রীরা নির্বিচারে কাজ করে গত ৪৮ ঘণ্টায় ১৬০টি সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণেই তিনি রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে একটি চিঠি লিখেছেন গত ৪৮ ঘন্টায় নেওয়া সমস্ত সিদ্ধান্তে তাঁর হস্তক্ষেপ চেয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং এক মুহুর্তের জন্যও ক্ষমতায় থাকার অধিকার ছেড়ে দেওয়া হয়নি। তা সত্ত্বেও পদত্যাগ না করে রাজ্য সরকারের তহবিল খালি করার চেষ্টা করছে সরকার।