উপনির্বাচনে রায় ইভিএম বন্দি, স্ট্রং রুমে পরীক্ষা করলেন রিটার্নিং অফিসাররা

আগরতলা, ২৪ জুন (হি. স.) : ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর ইভিএমগুলি বর্তমানে স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে বন্দি রয়েছে। শুক্রবার অবজারভারের উপস্থিতিতে রিটার্নিং অফিসাররা স্ট্রং রুমে গিয়ে ইভিএমগুলি পরীক্ষা করে দেখেছেন। 

৬-আগরতলা এবং ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ভোটবন্দি ইভিএমগুলি উমাকান্ত স্কুলের স্ট্রং রুমে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে। স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। বাড়তি সুরক্ষার প্রশ্নে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা লাগানো রয়েছে।নিয়ম অনুযায়ী শুক্রবার সদরের এসডিএম তথা রিটার্নিং অফিসার অসীম সাহা অবজারভারের উপস্থিতিতে স্ট্রং রুমে ভোটবন্দি ইভিএমগুলি পরীক্ষা করে দেখেন। বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রার্থীদের প্রতিনিধিদের সিসি ক্যামেরার মাধ্যমে সমস্ত বিষয় দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সদরের এসডিএম জানান, স্ট্রং রুমে ২৪ ঘন্টা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নজরদারি বজায় রেখে চলেছে। গণনা সুষ্ঠভাবে সম্পন্ন করার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *