মুম্বই, ২৪ জুন (হি. স.) : পথ দুর্ঘটনার কবলে অভিনেতা রণবীর কাপুর। শুক্রবার তাঁর নতুন ছবি ‘শামশেরা’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তিনি। তবে এই সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেতা।
এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজেই এই দুর্ঘটনার কথা সবিস্তারে জানান অভিনেতা ৷ সৌভাগ্যক্রমে অভিনেতা পুরোপুরি অক্ষত থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি । শুক্রবার অর্থাৎ ২৪শে জুন, রণবীর কাপুরের আসন্ন ছবি ‘শামশেরা’র ট্রেলার লঞ্চ হয়েছে। মুম্বইয়ে ছবিটির ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ট্রেলার লঞ্চিং ইভেন্টের সময়, রণবীর কাপুর জানান যে, তিনি ইভেন্টে আসার আগে তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল। অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে। রণবীর কাপুর ট্রেলার লঞ্চ ইভেন্টে এসেছিলেন, কিন্তু তাঁর মুখে একটি অদ্ভুত চিন্তার ছাপ দেখা দেয়। রণবীর কাপুরকে যখন একটি প্রশ্ন করা হয়েছিল, উত্তর দেওয়ার সময় তিনি বলেন যে তাঁর ছবির ট্রেলার লঞ্চের আগে একটি দুর্ঘটনা ঘটেছে। জানান তাঁর সত্যিই খারাপ দিন যাচ্ছে। তবে সবার জন্য সুখবর হল অভিনেতা সম্পূর্ণ নিরাপদ, সুস্থ এবং অক্ষত। এই দিন ‘শামশেরা’র ট্রেলারটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২২শে জুলাই ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে ৷ হিন্দুস্থান সমাচার / সোনালি / কাকলি