ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।।আসামে প্রিমিয়ার লিগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু ১০ জুলাই, চলবে ১২ জুলাই পর্যন্ত। অসম হ্যান্ডবল সংস্থার উদ্যোগে হবে প্রথম বর্ষ ওই আসর। খেলা হবে ডি টি আর পি ইন্ডোর স্টেডিয়ামে। আসরে অংশগ্রহণের জন্য দেশের ২৯ টি রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে রয়েছে ত্রিপুরাও। আসরে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দলের নির্বাচনী শিবির ২৯ জুন। ওইদিন সকাল ১১ টায় পুলিস মাঠে হবে নির্বাচনী শিবির। বালিকা বিভাগে। রাজ্য হ্যাঈন্ডবল সংস্তার সচিব লিটন রায় এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
2022-06-24

