ত্রিপুরায় উপনির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় আক্রান্ত পুলিশ কর্মীর খোঁজ নিলেন বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে আক্রান্ত পুলিশকর্মীকে দেখতে জি বই হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি শাসক দল এবং ত্রিপুরা সরকারকে নিশানা করে বলেন, পরাজয়ের আশঙ্কা থেকেই সন্ত্রাসের পথে হেঁটেছে বিজেপি।

প্রসঙ্গত, রাজধানী আগরতলায় কুঞ্জবন এলাকায় বৃহস্পতিবার ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বাধাপ্রাপ্ত এবং ছুরিকাহত হয়ে ছিলেন ত্রিপুরা পুলিশের কর্মী সমীর সাহা। তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভোট দিতে গিয়ে পুলিশকর্মী ছুরিকাহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা মানিক সরকার সেই সুযোগে শুক্রবার জিবি হাসপাতালে গিয়ে আহত পুলিশকর্মী সমীর সাহাকে দেখে আসেন।

এদিন জিবি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলের নেতা মানিক সরকার এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, শাসক দল বিজেপি পরাজিত হওয়ার আশঙ্কা থেকেই এ ধরনের সন্ত্রাস চালিয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় যেভাবে নগ্নভাবে সন্ত্রাস চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।বিরোধী দলনেতা এদিন নানাভাবে আক্রান্ত আরো বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেন এবং তাঁদের বাড়ি ঘরে গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।