অমরপুর, ২৪ জুন : রাস্তা সংস্কারের দাবিতে অমরপুরে পথ অবরোধ করলেন প্রমীলারা। ঘটনার বিবরণে জানা যায়, অমরপুর বাজার থেকে সর্বং যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই এলাকাবাসী স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। রাস্তা সংস্কারের আশ্বাসবাণী শুনানো হলেও কার্যক্ষেত্রে রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করা রীতিমতো ঝুঁকিপূর্ণ। কোমলমতি ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে শিক্ষাঙ্গনে যেতে পারছে না। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে কষ্টের সম্মুখীন হচ্ছেন। এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা প্রসূতি মাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এলাকায় কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে দমকল বাহিনীর পর্যন্ত এলাকায় পৌঁছতে পারবে না।
এলাকাবাসীর এই জটিল সমস্যা সম্পর্কে প্রশাসনকে এবং স্থানীয় নেতৃবৃন্দকে বারবার অবগত করা সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই এলাকার প্রমিলা বাহিনী বীরগঞ্জ খেয়াঘাট এলাকায় শুক্রবার সকাল থেকে পথ অবরোধ করেন। অবরোধের ফলে দুই দিকে প্রচুর যানবাহন আটকে পড়ে। তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে।
খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ছুটে এসে অবরোধ প্রত্যাহার করার চেষ্টা করে। কিন্তু অবরোধকারীরা কোন অবস্থাতেই রাজি হয়নি। শেষ পর্যন্ত অমরপুর পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে এসে প্রতিশ্রুতি দেন আগামীকাল থেকেই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।তিনি এ বিষয়ে তথ্য দিতে গিয়ে জানান, রাস্তা সংস্কারের জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা দিয়ে রাস্তাটি পুরোপুরি সংস্কার করা যাবে না বলেই সংস্কারের কাজ বিলম্বিত হচ্ছিল। এলাকাবাসী ক্ষুব্দ হয়ে রাস্তা অবরোধ করা জরুরী ভিত্তিতে এই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধকারী প্রমিলা বাহিনী আপাতত অবরোধ প্রত্যাহার করে নেন।

