কলকাতা, ২৪ জুন (হি.স.) : ফের নাকজ হল বাংলার এই সাঁতারু তাহরিনা নাসরিনের জিব্রাল্টার প্রণালী পার হওয়ার জন্য ভিসার আবেদন । পর পর তিনবার এই আবেদন বাতিল হওয়ায় আর জিব্রাল্টার প্রণালী পার না করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকারের এই কর্মী।
২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টা ৩৮ মিনিটে ইংলিশ চ্যানেল পার করেছিলেন তাহরিনা নাসরিন। পরে ২০১৮ সালের ২৩ নভেম্বর ৩ ঘণ্টা ৯ মিনিটে বাংলা চ্যানেল সিঙ্গল ক্রশ ( ১৬.১ কিলোমিটার) পার করেছিলেন তিনি। এরপর ২০১৯ সালের ১৫ ডিসেম্বর ৮ ঘণ্টা ১৩ মিনিটে ডবল ক্রশ (৩২.২ কিলোমিটার) পার করেছিলেন তাহরিনা। আর ডবল ক্রশ পার করার পর তাহরিনার পরের লক্ষ্য ছিল জিব্রাল্টার প্রণালী। সূত্রের খবর, জিব্রাল্টার প্রণালী পার হওয়ার জন্য ২০১৯ সালে প্রথমবার ভিসার আবেদন করেন তাহরিনা নাসরিন। যদিও তাঁর আবেদন নামঞ্জুর হয়। পরে ২০২০ সালে দ্বিতীয়বারের জন্য ভিসার আবেদন করেন তিনি। সেবারেও তাঁর আবেদন বাতিল হয়ে যায়। পরবর্তী সময়ে করোনা সংক্রমণের কারণে নতুন করে আর আবেদন না করলেও এই বছর জিব্রাল্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জিব্রাল্টার প্রণালী পার করার জন্য ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়। সেইমত জুন মাসে তৃতীয়বারের জন্য ভিসার আবেদন করেন তাহরিনা। আর এবারেও তাঁর আবেদন নামঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবারই এই খবর পেয়েছেন তিনি।
এদিকে তৃতীয়বার ভিসা বাতিল হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তাহরিনা। সব থেকে বড় বিষয় হল তাঁর ভিসা বাতিল করার পিছনে যে কারণ দেখানো হচ্ছে তা দেখে আরও অবাক হয়ে গিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তাহরিনা বলেন, “আমি ওই দেশে গেলে আর ফিরব না, এই কারণ দেখিয়ে প্রতিবারই আমার ভিসা বাতিল করা হয়েছে। আর পরপর তিনবার আমার স্বপ্ন ভেঙে যাওয়ায় আমি আর জিব্রাল্টার প্রণালী পার না করার সিদ্ধান্ত নিয়েছি।” মন ভেঙে যাওয়ার পর আর জিব্রাল্টার প্রণালী পারাপারের স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন তিনি। বরং এবার নতুন লক্ষ্য স্থির করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই লক্ষ্যেই জলে নামবেন বলে জানিয়েছেন।