মুম্বই, ২৩ জুন ( হি. স.) : বিক্ষুব্ধদের দাবি মেনে কংগ্রেস-এনসিপির সঙ্গ ছাড়তে রাজি হয়েছে শিবসেনা। কিন্তু তার আগে বিক্ষুব্ধ বিধায়কদের মুম্বই ফিরে আসতে হবে বলে জানিয়ে দিলেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। বৃহস্পতিবার তিনি বলেন, ‘মহাবিকাশ আঘাড়ি সরকার থেকে বেরিয়ে আসতে তৈরি শিবসেনা। কিন্তু বিক্ষুব্ধদের ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরে আসতে হবে।’
কংগ্রেস-এনসিপির সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলানোর দাবি তুলেই মহারাষ্ট্র ছেড়ে অসমের রাজধানী গুয়াহাটিতে ঘাঁটি গেড়েছেন একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বহু বিধায়ক। শিন্ডের দাবি, তাঁর সঙ্গে ৪৪ জন বিধায়কের সমর্থন রয়েছে। কিন্তু রাজ্যপাল ও ডেপুটি স্পিকারের কাছে যে চিঠি তিনি পাঠিয়েছেন তাতে সই রয়েছে ৩৪ জন বিধায়কের। তাদের মধ্যে শিবসেনার বিধায়ক ৩০ জন।গতকাল আরও ৫ জন বিধায়ক গুয়াহাটি উড়ে যান। তাদের মধ্যে তিনজনই নির্দল বিধায়ক। মহারাষ্ট্র থেকে আরও বিধায়ক যোগ দিচ্ছেন শিন্ডে শিবিরে। সব মিলিয়ে এই মুহূর্তে শিন্ডের কাছে দলের ৩৭ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি ওই শিবিরের।