ঢাকা, ২৩ জুন (হি. স.) : বাংলাদেশের সিলেটে ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অনেক মানুষ। বন্যায় ঘড়ছাড়া হয়েছেন প্রায় ৯০ লক্ষ মানুষ। বন্যাবিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজে নেমেছেন বাংলাদেশের সেনাবাহিনী। আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে বাংলাদেশ প্রশাসন। বিধ্বস্ত এলাকাগুলিতে ত্রান পৌঁছে দেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, সিলেট ও সুনামগঞ্জে সবথেকে বেশি প্লাবিত হয়েছে। সেখানকার মানুষ সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের অসমের বন্যা পরিস্থিতি প্রভাব ফেলেছে বাংলাদেশে। মেঘালয়ের পাহাড় থেকে জল নেমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সিলেটের ২৫টি এলাকা ভয়ানক প্লাবিত হয়েছে। খাবার, পানীয় জল যোগান পর্যাপ্ত নেই। বন্ধ ইন্টানেট পরিষেবা। কয়েক লক্ষ মানুষ জলবন্দী রয়েছে।