BRAKING NEWS

Myanmar :গৃহবন্দি নেত্রী সু কি-কে এবার জেলে পাঠাল মায়ানমারের সেনা সরকার

নে-পি-দ্য, ২৩ জুন (হি.স.) : ছিলেন মায়ানমারের ক্ষমতাচ্যুত গৃহবন্দি নেত্রী অং সান সু কি-কে জেলে পাঠাল সেদেশের জুন্টা সরকার । বৃহস্পতিবার মায়ানমার সেনা তাঁকে জেলে ঢুকিয়েছে বলে সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতি জারি করা হয় । ওই বিবৃতিতে বলা হয়েছে, সু কিকে নে-পি-দ্যয়ের একটি জেলে রাখা হয়েছে। মায়ানমারে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে, তাদের জেলে রাখাই দস্তুর।

সু কির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে সে দেশের সেনাবাহিনী। কিছুদিন আগে সেনা আদালতে মামলার শুনানি চলে। যদিও সেই আদালতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। সু কি-য়ের তরফ থেকে তাঁর আইনজীবী কোনও সওয়াল করার সুযোগই পাননি। ফলে, রায় হয়েছে এক তরফা। সেনা আদালতের তরফ থেকে বলা হয়েছে, সু কি বা তাঁর আইনজীবী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। কথা বলতে পারবে না তাঁর পরিবারের কোনও সদস্য।

মায়ানমারের এই অসম সাহসী নেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও দুর্নীতি, করোনা বিধিভঙ্গ, টেলিযোগাযোগ আইন ভাঙার মতো একাধিক অভিযোগ তোলে সে দেশের সেনা। সেনা আদালত সু কিকে ১০ বছরের কারাবাসের সাজা দেয়। যে ঘটনা সব থেকে বেশি চটিয়েছে সেনাকে, তা হল রোহিঙ্গাদের হয়ে আন্তর্জাতিক আদালতে মামলা লড়ার। মায়ানমারের এই নেত্রীকে মুক্তি দিতে মায়ানমার সেনার ওপর চাপ দিচ্ছে আমেরিকা-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।কিন্তু জুন্টা কোনও চাপের কাছেই নতি স্বীকার করতে নারাজ। অনেকে প্রায় নিশ্চিত, বড় ধরনের কোনও ঘটনা না ঘটলে বাকি জীবন বন্দিদশা অবস্থাতেই কাটাতে হবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *