গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : অসমে বিধ্বংসী বন্যা পরিস্থিতির পরিপ্ৰেক্ষিতে রাজ্যের বিদ্যালয়গুলিতে আগামী ২৫ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত এক মাসের গ্রীষ্মের বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্ৰী ডা. রণোজ পেগু। বন্যার জন্যই গ্রীষ্মের বন্ধ পূর্ব নির্ধারিত দিন থেকে পাঁচদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে, জানান শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. পেগু বলেন, অবিরাম বৃষ্টির দরুন গত একমাসের মধ্যে দ্বিতীয় বন্যার কবলে পড়েছে অসমের ৩৫টি জেলা। গতকাল থেকে কোনও কোনও জেলা থেকে জল কমলেও নিম্ন অসমের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এমতাবস্থায় অসংখ্য স্কুল হয় বন্যার জলের ওপর ভাসছে, নয়-তো ত্রাণশিবিরে পরিণত করা হয়েছে। তাই আগামী ২৫ জুন থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের বন্ধ ঘোষণা করেছে সরকার।