ইন্দোর, ২৩ জুন ( হি. স.) : বৃহস্পতিবার বিকেলে ইন্দোরের সিমরোল থানা এলাকার ভৈরব ঘাটে ইন্দোর থেকে খান্ডোয়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীরে পড়ে যায়। এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জনেরও বেশি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
সিমরোল থানার আধিকারিক আরএস ভাদৌরিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ইন্দোর থেকে খান্ডোয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহাকাল ট্রাভেলসের বাসটি ভৈরব ঘাটে অনিয়ন্ত্রিতভাবে উল্টে ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। পথচারীদের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ১০৮ নম্বর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। বাসে ৫০-৬০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় পাঁচজন মারা যান এবং ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে একটি টুইটের মাধ্যমে দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ইন্দোরের সিমরোলের কাছে একটি বাস দুর্ঘটনায় বহু মূল্যবান মানুষের অকালমৃত্যুর হৃদয়বিদারক খবর পাওয়া গেছে। বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।