মুম্বই, ২২ জুন (হি.স.): মহারাষ্ট্রে বর্তমান রাজনৈতিক সঙ্কটের মধ্যেই বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। বুধবার টুইট করে সঞ্জয় রাউত জানিয়েছেন, “মহারাষ্ট্রে চলমান রাজনৈতিক সঙ্কট বিধানসভা ভেঙে দেওয়ার দিকেই যাচ্ছে।” একইসঙ্গে সঞ্জয় রাউত জানিয়েছেন, “একনাথ শিন্ডের সঙ্গে থাকা বিধায়কদের সঙ্গে আলোচনা চলছে আমাদের, সবাই শিবসেনায় থাকবেন। আমাদের দল লড়াকু। আমরা ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাব, আমরা হয়তো ক্ষমতা হারাতে পারি, কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব।”
একনাথ শিন্ডের ওপর এখনও বিশ্বাস রয়েছে সঞ্জয় রাউতের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাউত বলেছেন, “একনাথ শিন্ডে আমাদের দলের অনেক পুরনো সদস্য, তিনি আমাদের বন্ধু, আমরা কয়েক দশক ধরে একসঙ্গে কাজ করেছি। একে অপরকে ছেড়ে যাওয়া তাঁর পক্ষে অথবা আমাদের পক্ষে সহজ নয়। আজ সকালে আমি তাঁর সঙ্গে এক ঘন্টা কথা বলেছিলাম এবং দলের প্রধানকে এ সম্পর্কে অবহিত করা হয়েছে।”
পশ্চিম মহারাষ্ট্রের প্রভাবশালী নেতা হলেন একনাথ শিন্ডে। তাঁর পাশে রয়েছেন ৪৬ জন বিধায়ক। একনাথ শিন্ডে এদিন গুয়াহাটি থেকে জানান, ৪০ নয়, শিবসেনা এবং নির্দল মিলিয়ে ৪৬ জন বিধায়করা রয়েছেন তাঁর সঙ্গে। একনাথ ভোট-রাজনীতিতে পা দিয়েছিলেন ১৯৯৭ সালে। ২০০৪ সালে প্রথম মহারাষ্ট্র বিধানসভা ভোটে জেতেন তিনি। তার পর ২০০৯, ২০১৪ এবং ২০১৯-এর বিধানসভা ভোটেও জিতেছিলেন শিন্ডে। বিধানসভায় এক সময় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালে বিজেপি-শিবসেনা জোট সরকার যখন মহারাষ্ট্রে ক্ষমতায়, তখন রাজ্যের মন্ত্রীও হন শিন্ডে। পরে ২০১৯-এ মহা বিকাশ অঘাড়ি সরকারের নগরোন্নয়ন ও পূর্ত দফতরের মন্ত্রী হন তিনি। বিধানসভার দলনেতার দায়িত্বও দেওয়া হয় তাঁকে।